Panam City - পানাম নগরী


পানাম নগরী সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর হতে আধা-কিলোমিটার দূরে অবস্থিত। এটি ‘‘হারানো নগরী’’ নামেও পরিচিত। পানাম নগরীর নির্মাণশৈলী অপূর্ব এবং এর নগর পরিকল্পনা দুর্ভদ্য ও সুরক্ষিত। এটি মুলতঃ ছিল বঙ্গ অঞ্চলের তাঁত ব্যবসায়ীদের মূল কেন্দ্র বিন্দু ও আবাসস্থল। এ স্থান হতে ব্যবসায়ীগণ দেশের বিভিন্ন স্থানে তাঁত ব্যবসা পরিচালনা করতেন। বাংলার মসলিনসহ অন্যান্য তাঁত শিল্পের প্রচার প্রসার ও ব্যবসায়ের তীর্থস্থান এ পানাম নগরী। 

নির্মানকালঃ প্রায় চারশত বছর আগ হতে পানাম নগরী স্থাপন শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। ধাপে ধাপে মোগল নির্মাণ শৈলীর সাথে বৃটিশ স্থাপত্য শৈলীর সংমিশ্রনে প্রায় চারশত বছরের পর্যায় ক্রমিক স্থাপন পুন:স্থাপন প্রক্রিয়ায় পানাম নগরী বর্তমান রূপলাভ করে।

নির্মানশৈলীঃপানাম নগরীতে মোগল স্থাপত্য শৈলীর প্রাধান্য লক্ষ্য করা যায়। তবে এতে পরবর্তিতে বৃটিশ বা কলোনিয়াল স্থাপত্যশৈলীর সংমিশ্রন দেখাযায়। এটি ছকে আঁকা কোন নগরী নয় এবং এ নগরীর প্রতিটি বাড়ী সাইজ ও নকশায় ভিন্ন ভিন্ন। তাই এতে বাঙ্গালীর নিজ নিজ নির্মান কৌশলের ছাপ দেখা যায়। তাই এই নগরের নির্মানশৈলী একান্ত নিজস্ব ও বলা যায়। সঠিকভাবে একে পানাম স্থাপত্য কৌশল (Panam Style) বলা চলে। পানাম নগরীর নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্য হলো এটি লেক বা খাল দ্বারা পরিবেষ্টিত এবং সুরক্ষিত গেইট দ্বারা আবদ্ধ। সন্ধ্যার পূর্বেই গেইটসমূহ বন্ধ করে দেয়া হতো ফলে নগরীর অধিবাসীরা নিরাপদ জীবন যাপন করতো।  


পানাম নগরীতে মূলত ব্যবসায়ি ও জমিদাররা বসবাস করতেন। এর পাশাপাশি রাজাদের, আমির ওমরাদের জন্য পানাম নগরী ও তার আশেপাশের গ্রামগুলোতে গড়ে উঠেছিল নিপুন কারুকাজ খচিত পাকা ইমারতরাজি। পানাম ও তার আশপাশকে ঘিরে পঞ্চদশ শতক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এক সমৃদ্ধ জনজীবন ছিল। এখানে সরু রাস্তার দুই ধারে গড়ে উঠেছিল অট্টালিকা, সরাইখানা, মসজিদ, মন্দির, মঠ, ঠাকুরঘর, গোসলখানা, কূপ, নাচঘর, খাজাঞ্চিখানা, টাকশাল, দরবার কক্ষ, গুপ্তপথ, প্রশস্থ দেয়াল, প্রমোদালয় ইত্যাদি। পানাম নগরীতে দেখা যায় ৪০০ বছরের পুরনো মঠবাড়ি। পানামের পাশ দিয়ে বয়ে গেছে পঙ্খীরাজ খাল। এ খাল পানামের গুরুত্বপূর্ন ভবনগুলো ছুঁয়ে পূর্বদিকে মেনিখালি নদ হয়ে মেঘনা নদীতে মিশেছে। পানাম নগরী ছিল মসলিনের বিশাল আড়ং। পানামকে ঘিরে বিকশিত চারুকারুকলাজাত শিল্পের খ্যাতি ছড়িয়ে পড়েছিল এ উপমহাদেশ ছাড়িয়ে পাশ্চাত্যে। জেমস টেলরের মতে, আড়ংয়ের তাঁতখানা সোনারগাঁয়ের পানাম নামক স্থানে ছিল এবং মসলিন শিল্প কেনাবেচার এক প্রসিদ্ধ বাজার ছিল পানাম নগরটি। ৫ মিটার প্রশস্থ ও ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে একতলা, দোতলা ও তিনতলা দালান রয়েছে পানামে। এছাড়াও রয়েছে প্রায় ৫২ টি ভবন। পানাম নগরীর মাঝে যে রাস্তা চলে গেছে এর উত্তর পাশে আছে ৩১ টি ভবন এবং দক্ষিণ পাশে আছে ২১টি ভবন। 


কিভাবে যাওয়া যায়:

ঢাকা হতে বাস যোগে সোনারগাঁয়ের মোগড়াপাড়া বাসষ্ট্যান্ড যেতে হবে। ভাড়া বাস সার্ভিসভেদে ২৫-৪৫ টাকা। মোগড়াপাড়া হতে ১০-২০ টাকা ভাড়ায় রিক্সা/অটোরিক্সা যোগে পানাম নগরীতে পৌঁছা যায়। তবে পর্যটকগন ইচ্ছা করলে পাশে সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর ঘুরে ৫ মিনিট হেঁটে পানামে পৌঁছাতে পারবে।


তথ্য সূত্রঃ নারায়াণগঞ্জ জেলা ওয়েবসাইট।


Sonargaon, Panama City is located half a kilometer away from the Folk and Handicraft Museum. It is also known as the "Lost City". The architecture of the city of Panama is unique and its urban planning is impeccable and secure. It was originally the focal point and residence of the weavers of the Bengal region. From this place traders used to conduct weaving business in different parts of the country. Panam is a place of pilgrimage for the promotion and trade of Bengal's muslin and other weaving industries.


Construction period: It is believed that the city of Panama began to be established about four hundred years ago. The city of Panama is now in the process of being re-established over a period of about four hundred years, gradually merging with the Mughal architectural style and the British architectural style.


Construction style: The predominance of the Mughal architectural style can be noticed in the city of Panam. However, it later shows a combination of British or colonial architecture. It is not a city drawn in a table and every house in this city is different in size and design. So it shows the impression of Bengali's own construction strategy. So the construction style of this city is unique. It can rightly be called Panam Style. The main feature of the city plan of the city of Panama is that it is surrounded by a lake or canal and is surrounded by a secure gate. The gates were closed before evening so that the inhabitants of the city could lead a safe life.


The city of Panama was mainly inhabited by traders and zamindars. In addition to this, for the kings and emirs, in the city of Panam and its surrounding villages, elaborate buildings were built. Surrounding Panama and its environs was a prosperous public life from the fifteenth century until World War II. Buildings, inns, mosques, temples, monasteries, temples, baths, wells, dance halls, treasuries, mints, courtrooms, secret passages, wide walls, amusements, etc. were built on both sides of the narrow road. A 400-year-old monastery can be seen in the city of Panama. 


The Pankhiraj Canal flows past Panam. This canal touches the important buildings of Panam and merges with the Meghna River through the Menikhali River to the east. The city of Panama was a huge muslin arena. The fame of the fine arts developed around Panama spread beyond the subcontinent to the west. According to James Taylor, the loom of Arang was at a place called Panam in Sonargaon and the town of Panam was a famous market for the muslin industry. There are one-story, two-story and three-story buildings on both sides of a 5 meter wide and 600-meter long road in Panama. There are also about 52 buildings. There are 31 buildings on the north side and 21 buildings on the south side of the road that goes through the city of Panama.


How to get there: From Dhaka, you have to take a bus to the Mograpara bus stand in Sonargaon. The fare for bus service is 25-45 rupees. From Mograpara you can reach Panam city by rickshaw/autorickshaw for 10-20 rupees. However, if the tourists wish, they can visit the Sonargaon Folk and Handicraft Museum and reach Panama in 5 minutes on foot.

Source: Narayanganj District Website.

মন্তব্যসমূহ